মালয়েশিয়ায় শুক্রবার ঈদ

প্রকাশিত: ১৪ জুন ২০১৮, ০৭:৫৫ পিএম

মালয়েশিয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (১৫ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার (১৪ জুন) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে নিশ্চিতকরণ সভা শেষে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার বিভিন্ন স্থান নবরূপে সেজেছে। দেশটির প্রধান প্রধান সড়কে নানা রকম ব্যানার ফেস্টুন ও নিয়ন আলোয় ছেয়ে গেছে। এছাড়া ঈদে এবং তার পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশটির একটি গণমাধ্যমে প্রকাশ করা হয়, ইয়াং দ্বি-পারতুং আগং এবং প্রধানমন্ত্রী চাঁদ দেখা কমিটির সাথে একমত পোষণ করেছেন। তাই মালয়েশিয়ায় আগামীকাল ১৫ জুন পবিত্র উদুল ফিতর পালন করা হবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

 

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: