ফাঁকা রাস্তায় বেপরোয়া যানবাহন!

প্রকাশিত: ১৮ জুন ২০১৮, ০৬:৫৩ পিএম

ঈদের আমেজ এখনো কাটেনি ঢাকা শহরে।  ঈদের ছুটি কাটিয়ে এখননো অনেকেই আসেননি ঢাকায়। তাই ঢাকার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আর এই সুযোগে ফাঁকা রাস্তায় কিছু চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে ট্রাফিক আইন ভাঙছেন। কিন্তু তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। 

ডিএমপি নিউজে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানকালে ৩৯২টি মামলায় ও ২,৪৭,৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১টি গাড়ি ডাম্পিং ও ৭৪টি গাড়ি রেকার করা হয়।

রবিবার (১৭ জুন) দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: