সৌদি দলকে বহনকারী বিমানে আগুন

প্রকাশিত: ১৯ জুন ২০১৮, ০২:৫৫ এএম

সৌদি আরবের ফুটবল দলের খেলোয়ারদের বহনকারী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। দ্যা ডেইলি মেইলের খবরে এসব জানানো হয়।

খবরে আরো বলা হয়, গ্রুপ পর্বের পরবর্তি খেলায় অংশগ্রহন করার জন্য বিমানটি রাশিয়ার রস্তোভে যাচ্ছিলো। এসময় মাঝ আকাশে হঠাৎ করে বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগে।

তবে এ ঘটনায় এখন প্রর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের ইঞ্জিনে সামান্য ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরই বিমানটি রস্তোভে ডন বিমানবন্দরে অবতরণ করে। খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাই নিরাপদে আছেন।

বিমানটি রাশিয়ান এয়ারলাইন্স মালিকানাধীন একটি এয়ারবাস এ ৩১৯-১০০ মডেলের বিমান। গত ১২ বছর ধরে এই বিমানটি যাত্রী পরিবহন করে আসছিলো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: