রোহিঙ্গা শীর্ষ নেতাকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ১৯ জুন ২০১৮, ০৮:২৮ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহকে (৪৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ জুন) রাত আটটার দিকে বালুখালী ১১ নং ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা গণমাধ্যমকে জানান, ক্যাম্প থেকে খবর পেয়ে রোহিঙ্গা নেতা ও হেড মাঝি আরিফ উল্লাহর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মার্মা।

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। 

এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পরে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: