রহস্যময় কূপ, যেখানে নামলেই পাথর হয়ে যায় মানুষ

প্রকাশিত: ২১ জুন ২০১৮, ১০:০৫ এএম

একটি রহস্যময় কূপ! যে কূপের পানি সব কিছুকে পাথর করে দেয়। আশ্চর্য এ ক্ষমতার জন্য বিশ্বজুড়ে বেশ পরিচিত এই কূপ। এর মধ্যে গাছের পাতা, কাঠের টুকরো পড়ার কিছু পরেই জমে পাথর হয়ে যায়। এ থেকেই চারদিকে আতঙ্ক ছড়িয়েছে। এখন সেটা বিশ্বজুড়ে পরিচিত। যা কিনা ইংল্যান্ডের নেয়ার্সবরো টাউনে অবস্থিত।  

ভয়ে ডরে অনেকেই এই কূপের কাছে তো দূরের কথা পাশে যেতে চান না। যদি একবার কেউ পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। 

অবশ্য কৌতূহলী অনেকে উপর থেকে টুপি, জুতো রুমালসহ বিভিন্ন বস্তু কূপের পানিতে ফেলেছেন। কিছুক্ষণ পরে সেগুলো পাথর হয়ে গেছে। কেউ দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন টেডি বিয়ার, সাইকেল, কেটলি। দড়ির কিছু অংশসহ ঝুলন্ত বস্তুগুলি সম্পূর্ণ পাথরে পরিণত হয়েছে। 

রহস্যময় ওই কূপের ধারে অষ্টাদশ শতকের টুপি, চেইন এখনো ঝুলছে। কৌতূহলী অনেকেই আছেন যারা সাহস নিয়ে ভয়ঙ্কর এই কূপের খুব কাছে যান। কোনো রকমে কূপের গা দিয়ে কিছু একটা ঝুলিয়ে দেন। ব্যস এরপর পানির স্পর্শ লাগতেই ওই সব বস্তু পাথর হতে থাকে। 

ধারণা করা হচ্ছে, পানিতে এমন কিছু রয়েছে যার রাসায়নিক মাত্রা সবকিছুকে কিছুক্ষণের মধ্যে পাথরে পরিণত করে দেয়।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: