খালেদা জিয়ার জামিনের রায় ২ জুলাই

প্রকাশিত: ২৪ জুন ২০১৮, ১০:৫৬ এএম

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আবেদন ২ জুলাই ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ রবিবার (২৪ জুন) শুনানির দিন ধার্য করে আপিল বিভাগে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি শুরু করার জন্য আজ (২৪ জুন) রবিবার হাইকোর্টে আবেদন জানায় দুদক। বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: