কার্ড ছাপিয়ে ব্যাঙের বিয়ে!

প্রকাশিত: ২৫ জুন ২০১৮, ০৮:৪০ এএম

তাদের বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হয়। আর তাই ঘটা করে কার্ড ছাপিয়ে, মালা বদলসহ যাবতীয় প্রথা মেনে বিয়ে দেওয়া হলো একজোড়া ব্যাঙের। বিয়ের যাবতীয় আয়োজন করেন মধ্যপ্রদেশের মন্ত্রী ললিতা যাদব। বিয়ের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের আরও কয়েকজন নেতা।

ছাত্তারপুরের মন্দিরে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে কয়েক হাজার গ্রামবাসীও উপস্থিত ছিলেন। ললিতার দাবি, এটা একটা প্রথা। ‘এটা কোনও কুসংস্কার নয়। পঞ্চভূতকে তুষ্ট না করলে আসলে বৃষ্টি হয় না।’

তবে এই জাতীয় বিয়ের আয়োজন করে নেতা নিজেই কুসংস্কার ছড়িয়ে দিচ্ছেন, এমন অভিযোগ আনেন রাজ্যের কংগ্রেস নেতা অলোক চতুর্বেদী। তার বক্তব্য, রাজ্যে পানীয় জলের ভয়াবহ সমস্যা। তার সমাধান না করে অযথা খরচ করা হচ্ছে। 

অলোক বলেন, প্রত্যেকদিন নিজে ৫০-১০০টি জলের ট্যাঙ্ক সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি।

বিডি২৪লাইভ/এইচকে/এমআরএম 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: