রাশিয়া বিশ্বকাপের শীর্ষ গোলদাতারা

প্রকাশিত: ২৫ জুন ২০১৮, ০১:৪৪ পিএম

গত ১৪ তারিখ পর্দা উঠেছে রাশিয়া বিশ্বকাপের। এই বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীদের উম্মাদনা আকাশচুম্বী। চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়া সব জায়গাতেই এখন ফুটবল নিয়ে আলোচনা। জমে উঠেছে মাঠের লাড়াইয়ও। প্রতিপক্ষ চুল পরিমান ছাড় দিচ্ছেনা বিপরীত দলকে। বিডি২৪লাইভ ডটকমের পাঠকদের জন্য চলতি বিশ্বকাপের শীর্ষ গোলদাতাদের নাম-

পাঁচ গোল করে এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে সবার শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ডের হ্যারি কেইন। চার গোল করে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়ামের রোমেলু লুকাকু। রোমেলুর মতো সমান সংখ্যক গোল করে তৃতীয় স্থানে আছে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো। রাশিয়ার দেনিস চেরিশেভ ৩ গোল করে আছে রেকিংয়ের চারে তারমতো সমান সংখ্যক গোল করে স্পেনের দিয়েগো কস্তা আছে পাঁচে।

এখন পর্যন্ত ২ গোল করেছেন যারা:

আর্তেম জুবা (রাশিয়া)
মাইল ইয়েডিনাক (অস্ট্রেলিয়া)
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
ফিলিপে কৌতিনিয়ো (ব্রাজিল)
আহমেদ মুসা (নাইজেরিয়া)
এদেন আজার (বেলজিয়াম)
জন স্টোনস (ইংল্যান্ড)

এখন পর্যন্ত ১ গোল করেছেন যারা:

ইউরি গাজিনস্কি (রাশিয়া)
আলেকসান্দার গোলোভিন (রাশিয়া)
হোসে মারিয়া হিমেনেস (উরুগুয়ে)
নাচো ফের্নান্দেস (স্পেন)
অঁতোয়ান গ্রিজমান (ফ্রান্স)
সের্হিও আগুয়েরো (আর্জেন্টিনা)
আলফ্রেদ ফিনবোগাসন (আইসল্যান্ড)
ইউসুফ পৌলসেন (ডেনমার্ক)
আলেক্সান্দার কোলারভ (সার্বিয়া)
ইয়ার্ভিং লোসানো (মেক্সিকো)
স্টিভেন সুবার (সুইজারল্যান্ড)
আন্দ্রেয়াস গ্রানক্রিস্ত (সুইডেন)
ড্রিস ম্যার্টেন্স (বেলজিয়াম)
ফেরজানি সাসি (তিউনিসিয়া)
শিনজি কাগাওয়া (জাপান)
ইউয়া ওসাকো (জাপান)
হুয়ান কিনতেরো (কলম্বিয়া)
এমবে নিয়াং (সেনেগাল)
জেগোস ক্রিখোভিয়াক (পোল্যান্ড)
লুইস সুয়ারেস (উরুগুয়ে)
ক্রিস্তিয়ান এরিকসেন (ডেনমার্ক)
মোহামেদ সালাহ (মিশর)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
আন্তে রেবিচ (ক্রোয়েশিয়া)
ইভান রাকিতিচ (ক্রোয়েশিয়া)
নেইমার (ব্রাজিল)
গ্রানিত জাকা ((সুইজারল্যান্ড)
জেরদান সাচিরি (সুইজারল্যান্ড)
আলেকসান্দার মিত্রোভিচ (সার্বিয়া)
মিচি বাতসুয়াই (বেলজিয়াম)
দাইলান ব্রন (তিউনিসিয়া)
ওয়াহবি খাজরি (তিউনিসিয়া)
কার্লোস ভেলা (মেক্সিকো)
হাভিয়ের এরনান্দেস (মেক্সিকো)
সন হিয়ুং মিন (দক্ষিণ কোরিয়া)
ওলা তইভনেন (সুইডেন)
মার্কো রয়েস (জার্মানি)
টনি ক্রুস (জার্মানি)
জেসি লিনগার্ড (ইংল্যান্ড)
ফেলিপে বালয় (পানামা)
তাকাসি ইনুই (জাপান)
কেইসুকে হোন্দা (জাপান)
সাদিও মানে (সেনেগাল)
মুসা ওয়াগি (সেনেগাল)
রাদামেল ফালকাও (কলম্বিয়া)
হুয়ান কুয়াদরাদো (কলম্বিয়া)
ইয়েরি মিনা (কলম্বিয়া)

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: