ইতালিতে অনিশ্চিত ২০ হাজার বাংলাদেশির ভাগ্য

প্রকাশিত: ২৯ জুন ২০১৮, ০৯:৪২ পিএম

ঝুলে আছে ইতালিতে অবস্থানরত ২০ হাজার বাংলাদেশির ভাগ্য। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হয়ে উঠেছে দেশটি। গত কয়েকদিনে দুই হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে প্রবেশ করতে গিয়েও বাধ্য হয়েছে ফিরে যেতে। তাদের বেশিরভাগই সাগর পথে প্রবেশের চেষ্টা করছিলো।

সম্প্রতি বৈঠক করেছেন ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি ও সিরিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ মেইটিংয়। তারা বৈঠকে অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকানো নিয়ে আলোচনা করে।

&dquote;&dquote;অন্যদিকে মাত্তেও সালভিনি ঘোষণা করেছেন ইতালিতে অবৈধ সাড়ে ছয় লক্ষ আভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ঘোষণার সাথে জড়িত প্রায় বিশ হাজার বাংলাদেশির ভাগ্য। যে কোনো মুহূর্তে তাদের সাথে ঘটতে পারে খারাপ কিছু।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: