গ্রাহকদের বিলাসবহুল রাইড উপহার দিয়ে ৪.৫ জি উদযাপন

প্রকাশিত: ০৫ জুলাই ২০১৮, ০২:১৭ পিএম

ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের বিলাসবহুল উবার রাইড উপহার দেয়ার মাধ্যমে ৪.৫জি নেটওয়ার্ক তৈরির সাফল্য উদযাপন করেছে রবি। সম্প্রতি রবি গ্রাহকরা উবারে অনুরোধ পাঠিয়ে যখন অপেক্ষা করছিলেন, তখন তাদের সামনে এসে হাজির হয় মার্সিডিস বেঞ্জ গাড়ি। স্বভাবতই অপ্রত্যাশিতভাবে বিলাসবহুল এ গাড়ি উপভোগের সুযোগ পেয়ে উৎফুল্ল হয়ে উঠেন গ্রাহকরা।

অফিসগামী একজন গ্রাহক বলেন, ‘মার্সিডিস বেঞ্জ গাড়িতে অফিসে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অনন্য।’

গ্রাহকদের আনন্দঘন মুহূর্তগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করেছে রবি। ভিডিওটি রবি’র ফেসবুক ফ্যানপেজে আপলোড করা হয়েছে।

রবি’র কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, `রবি দেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর যারা দেশের ৫শ’টি থানায় ৬ হাজারের বেশি ৪.৫জি বিটিএস স্থাপন করেছে। অন্য অপারেটরদের তুলনায় সবার আগে ২০ লাখ ৪.৫জি গ্রাহকের মাইলফলকেও পৌঁছেছি আমরা। গ্রাহকদের প্রতি এটা আমাদের এক সামান্য উপহার।'

বিডি২৪লাইভ/এমএম/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: