‘স্বামীর ডাকে সব সময় সাড়া দিতে বাধ্য নন স্ত্রী’

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮, ১১:৫৯ এএম

বিয়ে মানে এই নয় যে নারীরা সব সময় শারীরিক সম্পর্কের জন্য তৈরি থাকবেন। এ ক্ষেত্রে নারীরও ইচ্ছা থাকা আবশ্যক। আবার শুধু জোর করে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনই যে ধর্ষণ, তা মনে করার কারণ এখন নেই বলে মন্তব্য করেছে ভারতের উচ্চ আদালত।

স্থানীয় কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দিল্লি হাই কোর্ট মঙ্গলবার (১৭ জুলাই) একটি মামলায় শুনানিতে এই মন্তব্য করেছে। বিচারপতি গীতা মিত্তাল ও বিচারপতি হরি শঙ্করের ওই হাই কোর্ট বেঞ্চে বলেছে, দাম্পত্য সম্পর্কের মধ্যেও যৌন সম্পর্কের ক্ষেত্রে নারী কিংবা পুরুষ উভয়েরই ‘না’ বলার অধিকার রয়েছে।

&dquote;&dquote;

পুরুষ কল্যাণ ট্রাস্ট নামে একটি এনজিওর স্ত্রীকে ধর্ষণ অপরাধ হিসেবে বিবেচনার বিরোধিতা করছিল শুনানিতে। আদালতের যৌথভাবে আরআইটি নামে একটি এনজিও এবং অল ইন্ডিয়া ডেমক্রেটিক ওমেন অ্যাসোসিয়েশন ভারতের পেনাল কোডের ৩৭৫ নম্বর ধারাটি চ্যালেঞ্জ করে আবেদনটি করেছিল।

মঙ্গলবার শুনানি শেষ হয়নি, আগামী ৮ আগস্ট ওই মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: