বেনাপোলে স্বর্ণসহ পাচারকারী আটক

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮, ০৩:৩৭ পিএম

বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ মিলন হোসাইন (২৪) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা । মিলন বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বুধবার (১৮ জুলাই) সকাল ১০টায় বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যায়। এ ধরণের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সড়কে আগে থেকে অবস্থান নেয়। এ সময় মিলনকে সন্দেহজনকভাবে বিজিবি সদস্যরা আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

আমড়াখালী চেকপোষ্ট বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: