জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮, ০৭:০১ পিএম

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর মৎস্য বিভাগের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুলাই) দুপুর ১২টায় জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে জেলার মৎস্য উৎপাদন, ইলিশ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি, তাদের পুর্নবাসন ও খাদ্য সহায়তা প্রদানসহ সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মতবিনিময় সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম মৃধার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ্ মো. মাকছুদুল আলম, সাংবাদিক আলম পলাশ, আল-ইমরান শোভন, কে এম মাসুদ, তালহা জুবায়ের প্রমুখ।

সভায় জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থ বছরের তুলনায় চাঁদপুর জেলায় ২০১৭-২০১৮ অর্থ বছরে ২০ মেট্টিক টন বেশি মাছ উৎপাদন হয়েছে। এ উৎপাদন আরো বৃদ্ধি করার জন্য আগামী ৫ বছরের জন্য জেলা মৎস্য বিভাগ পরিকল্পনা গ্রহণ করেছেন। এটি বাস্তবায়ন হলে চাঁদপুর জেলা মৎস্য উৎপাদন আরো কয়েকগুন বৃদ্ধ পাবে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: