কক্সবাজারের হিমছড়িতে নিহত ২

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮, ০৯:২৪ এএম

কক্সবাজারের হিমছড়িতে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। নিহতরা মাদকব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুলাই) ভোরে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে এ ঘটনা ঘটে। র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সেসময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি গাড়িকে তল্লাশি চৌকিতে থামানোর জন্য বলা হলে থেকে গাড়িটি দ্রুতগতিতে সামনে চলে যায় এরপর র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তখন পাল্টা গুলি ছোড়া হলে তাতে দু’জন আহত হয়। বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল। 

পরে ভোরে এদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গাড়িতে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলেও জানান এএসপি।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: