দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮, ০৬:৪৮ পিএম

আচমকা বিকট আওয়াজ। ঘাড় উঁচিয়ে স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল মিরালেস দেখলেন মাঝ আকাশে দু’টো আগুনের গোলা। মুখোমুখি সংঘর্ষে দু’টি বিমানে আগুন লেগেছে। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। আকাশ থেকে ঘুরে ঘুরে নামছে বিমানের জ্বলন্ত অংশ। এর কয়েক মিনিটের মধ্যেই বিমান দু’টির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি এগ্‌জিকিউটিভ এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এতে এক তরুণীসহ তিন জনের মৃত্যু হয়েছে। মৃত তরুণী ভারতীয়। ১৯ বছরের ওই তরুণীর নাম নিশা সেজওয়াল। বাকিরা হলেন ২২ বছরের জর্জ স্যাঞ্চেজ এবং ৭২ বছরের র‌্যালফ নাইট।

পুলিশ জানিয়েছে, একই সংস্থার ওই বিমান দু’টিতে চালকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। বিমান দুটোতে মোট চার জন ছিলেন। তবে এখনো চতুর্থ জনেরও খোঁজ মেলেনি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: