পারলো না বাংলাদেশ!

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮, ০৭:০৬ পিএম

প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ আর জিততে পারলো না বাংলাদেশ। সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ২ রানের নাটকিয় জয় পেয়েছিলো টিম-টাইগাররা কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৬৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল লঙ্কানরা। 

শ্রীলঙ্কার দেওয়া ২৭৬ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করেতে নেমে ২০৮ রানেই গুটিয়ে যায় টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আল আমিন। জাকির ৩২ ও সাইফ হাসান করেন ২৮ রান।

এর আগে বাংলাদেশের স্পিনারদের দাপুটে ১২৭ রানে ৭ উইকেট হারালেও লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরার দায়িত্বশীল ব্যাটিংয়ে পাহাড়সম সংগ্রহ দাড় করায় শ্রীলঙ্কা। লিস্ট এ ক্রিকেটে এটাই প্রথম সেঞ্চুরি এই অলরাউন্ডারের। শরিফুল ইসলামের বলে পেরেরা আউট হওয়ার আগে করেন ১১১ রানের ঝড়ো ইনিংস।

স্কোরকার্ড:

শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৭৫/১০ (৪৯.৪ ওভার)

থিরিমান্নে ০(৫), থারাঙ্গা ৪৪(৫১), প্রিয়াঞ্জন ২১(২৯), শাম্মু ১০(১৬), শানাকা ১৭ (১৭), জয়াসুরিয়া ১২(২০), পেরেরা ১১১(৮৮), ভানুকা ২(৯), পুষ্পকুমারা ৮(২০), পেইরিস ২(৮)*, মাধুশঙ্কা ৩৬(৩৬); নাঈম ১০-০-৪২-৩, সানজামুল ৪-০-২১-২, শরিফুল ১০-০-৭৪-২।

বাংলাদেশ ‘এ’ দল: ২০৮/১০ (৪৪.৩ ওভার)

সৌম্য সরকার ১২ (৫), সাইফ হাসান ২৮(৩০), জাকির ৩২(৩৭), মিঠুন ২৫ (৩০), আল-আমিন ৪৫ (৬৫), আরিফুল হক ২৭ (৫৩), আফিফ ১২(২৩), সানজামুল ২ (৫), নাইম হাসান ২(৮), শরিফুল ৯(১১), খালেদ ০(০)*; পুষ্পাকুমারা ৯.৩-১-৩২-৩, পেইরিস ১০-১-৩৯-৩।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: