বরিশালে মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮, ১১:২৩ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা দেড়টায় বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্র‌কের কার্যাল‌য়ে এ ফলাফল ঘোষণা করা হয়।

এবারও পাশের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে। বরিশালে মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ০০ ও ছেলেদের পাশের হার ৬৫ দশমিক ৩৫। ফলে গত বছরের থেকে এবছর মেয়েদের পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৫, সেখানে ছেলেদের পাশের হার কমেছে ১ দশমিক ৯৯ ভাগ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্র‌ফেসর আনোয়ারুল আজিম জানান, এ বছর পাসের হার ৭০.৫৫ যা গত বছরে ছিলো ৭০.২৮। এ বছর ৩ শত ৩৩ কলেজের ১ শত ১৬ টি সেন্টারে ৬২ হাজার ১৭৩ জন পরিক্ষার্থী ছি‌লো। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭০ জন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: