নামাজ ছাড়াও আরও যা হয় জাতীয় ঈদগা মাঠে

প্রকাশিত: ২০ জুলাই ২০১৮, ০৭:২২ পিএম

প্রতিবছর মুসলমানদের জীবনে আসে দুই ঈদ। আর সেই দুই ঈদে রাজধানীবাসীরা একত্রিত হয়ে জাতীয় ঈদগাহে যায় ঈদের নামাজ আদায় করতে। তবে জানেন কী এই জাতীয় ঈদগাহের মাঠে ঈদের নামাজ ছাড়া আরও অন্য কিছু হয়? এবং সেটা প্রায় প্রতিদিনই। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে কী হয় সেখানে!

ঈদ ছাড়াও প্রতিদিন সকালে জাতীয় ঈদগাহের আশপাশের ছেলেরা সেই মাঠে ক্রিকেট কিংবা ফুটবল খেলতে ভিড় জমায়। রাজধানীতে যে কয়েকটি খেলার মাঠ রয়েছে সে গুলোও এখন দখলের পর্যায়ে। যার করণে অধিকাংশ তরুণ শিশু-কিশোররা খেলাধুলা থেকে পুরোপরি বঞ্চিত হচ্ছে। যার ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের নীতিমালায় বলা আছে প্রতিটি আবাসিক এলাকার প্রতিটি সেক্টরে একটি করে খেলার মাঠ রাখার কথা। কিন্তু বাস্তবে তার ভিন্ন প্রভাব।

যার কারণে প্রতিদিন সকালে ঢাকার অধিকাংশ তরুণরা ভিড় জমায় জাতীয় ঈদগাহে। কারণটা অবশ্য অন্য কিছু নয়। এই তরুণরা এখানে প্রতিনিয়ত আসে খেলাধুলার জন্যই।

&dquote;&dquote;রাজধানীর সেগুন বাগিচা থেকে ঈদগা মাঠে খেলতে আসা যুবায়ের নামে এক তরুণ বিডি২৪লাইভকে বলেন, ‘আমার বাসা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথেই। সেখানে আসপাশে তেমন কোন মাঠ না থাকায় প্রতিদিন ভোরে আমরা ১০ থেকে ১৫ জন বন্ধু এখানে খেলতে চলে আসি।’

পুরান ঢাকা থেকে আসা নাদিম নামে একজন বলেন, ‘আগে ওসমানী উদ্যানে খেলতাম, সেখানে এখন উন্নয়নের কাজ চলছে। তাই এখন ঈদগাহে চলে আসি খেলার জন্য।’

এ ব্যাপারে সিনিয়র সাংবাদিক মাসউদুর রহমান বলেন, ‘রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম একটি জনবহুল শহর। এখানে মানুষের বসবাসের জন্য পর্যাপ্ত জায়গা নেই। সেখানে খেলার মাঠ পাওয়াতো অসম্ভব ব্যাপার। তবে শিশু-কিশোরদের বেড়ে ওঠার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন।’

‘দেশ যারা পরিচালনা করেন তাদের কাছে সবার প্রত্যাশা ঢাকা শহরের কিছু সরকারি অফিস রাজধানীর বাহিরে নিয়ে গিয়ে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ করা উচিৎ।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: