ইন্টারনেট সেবা বিঘ্নিত, যা বলল বিটিআরসি 

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০১৮, ০১:৫৯ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে কারিগরি ত্রুটির কারণে সারা দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। 

ব্যান্ডউইথ সরবরাহকারী কেবল কাটা পড়েছে কিনা, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক এ সংস্থাটি।

শনিবার (৪ আগস্ট) সন্ধ্যার পর থেকে ব্যান্ডউইথ সরবরাহ অর্ধেকের নীচে নেমে এসেছে বলে জানায় বিটিআরসি কর্তৃপক্ষ। যার কারণে দেশের মোবাইল অপারেটররা সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারছে না।

এ বিষয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবি গণমাধ্যমকে জানিয়েছে, রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক আছে। 

তবে সাবমেরিন কেবলের কারিগরি ত্রুটির কারণে ব্যান্ডউইথ কম পাওয়া যাচ্ছে বলেও জানায় আইএসপিএবি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: