কবে জাতীয় দলে ফিরবেন আশরাফুল?

প্রকাশিত: ১২ আগষ্ট ২০১৮, ১১:৪৯ পিএম

সোমবার (১৩ আগস্ট) শেষ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক এখন অবস্থান করছেন ইংল্যান্ডে। সেখানে নিজেকে প্রস্তুত করার জন্য ফিটনেস নিয়ে কাজ করছেন।

এরই মধ্যে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যকে আশরাফুল বলেন, ‘আগামী বিশ্বকাপে হবে এখানে। জাতীয় দলে খেলা নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা উঠে যাচ্ছে। প্রস্তুতি নিচ্ছি। আমার লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ খেলা।’

দীর্ঘ দিনের অপেক্ষা নিয়ে আশরাফুল বলেন, ‘গত সাড়ে পাঁচ বছর এই দিনটার জন্য অপেক্ষা করছি। একটা ভুলের জন্য আমি অনুতপ্ত। চাই আবার জাতীয় দলে জায়গা করে দেশকে কিছু দিতে।’

বিশ্বকাপ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আরও ১১ মাস আছে। অক্টোবর থেকে আমাদের ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু। প্রথম শ্রেণির ক্রিকেটে যদি ভালো খেলি, জানুয়ারিতে বিপিএলে ভালো খেলি, কেন সম্ভব নয়? সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ছাড়া কেউই নিয়মিত নয়। আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই কাজে লাগাতে পারবো। ১৮ বছর আগেই যদি ইতিবাচক ক্রিকেট খেলি, এখন আমার কোনো সমস্যা হবে না। তবে আমি মনে করি, অভিজ্ঞতা দিয়ে দলে জায়গা করে নেওয়ার সামর্থ্য আমার আছে।’

তবে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের দৃষ্টিতে এই মুহূর্তে জাতীয় দলে আশরাফুলের কোনো সুযোগ নেই।

মিনহাজুল আবেদীন আশরাফুলের ভবিষ্যৎ প্রসঙ্গে অনেক কথাই বলেছেন। তবে সোজা বলে দিয়েছেন আপাতত জাতীয় দলে কোনো জায়গা নেই আশরাফুলের, ‘এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলব, এই মুহূর্তে দলে কোনো জায়গা নেই। আমাদের খেলোয়াড়রা যে ফিটনেস লেভেলে আছে, এইচপি থেকে শুরু করে এ দল ও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সে মানানসই না। এই জায়গায় আসতে হলে তাকে কিছু সময় দিতে হবে। সুতরাং এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি না।’

২০১৩ সালে বিপিএলে স্পষ্ট ফিক্সিংয়ে ধরা পড়ে নিষিদ্ধ হন সাবেক অধিনায়ক আশরাফুল। ২০১৬ সালে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন তিনি। ঢাকা মহানগরের হয়ে ৫ ম্যাচে ২০.৫০ গড়ে করেছিলেন ১২৩ রান। তবে ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ মৌসুম তার স্বপ্ন জাগিয়েছে জাতীয় দলে ফেরার।

আশরাফুলের বর্তমান বয়স ৩৪। সে হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় দলে ফেরার লড়াইয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের হাতে সময়টাও সীমিত। যদিও বয়সের কোনো বাধা দেখছেন না প্রধান নির্বাচক, ‘বয়স কোন বিষয় না। আপনার যদি ফিটনেস আন্তর্জাতিক ক্রিকেটের মানের হয় তাহলে যে কোনো প্লেয়ারই আসতে পারে। আমি বলব সে আমাদের দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। তার তো অবশ্যই সামর্থ্য আছে। এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলব, এই মুহূর্তে দলে কোনো জায়গা নেই।’

জুনিয়ররা ফর্মে নেই এই সুযোগটা ভালো ভাবে লুফে নিতে চান আশরাফুল। তবে এর আগে ঘরোয়া লিগে তাকে পারফর্ম করতে হবে। তাই এখন শুধু সময়ই বলতে পারে কখন জাতীয় দলে ফিরবেন আশরাফুল!

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: