ফাইনালের জন্য প্রস্তুত রিয়াল ও অ্যাটলেটিকো

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০১৮, ০২:১৩ পিএম

উয়েফা সুপার কাপের ফাইনাল সামনে রেখে, এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে উপস্থিত হয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে অ্যাটলেটিকোকে হারাতে পারেনি লস ব্ল্যাংকোসরা। উয়েফা সুপার কাপের ফাইনালে সেই ব্যর্থতার বৃত্ত থেকে অবশ্যই বেরোতে চাইবে সার্জিও রামোসের দল।

আর অ্যাটলেটিকোর প্রচেষ্টা থাকবে, নতুন কোচের অধীনে খেলা রিয়ালকে এই সিজনের প্রথম পরাজয়ের স্বাদ উপহার দেয়ার। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল, আর ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছিল অ্যাটলেটিকো।

দুই নগর প্রতিদ্বন্দ্বী বুধবার (১৪ আগস্ট) রাতে তাল্লিনের ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার লিল্লেকুলা স্টেডিয়ামে সুপার কাপে মুখোমুখি হবে। সুপার কাপের ম্যাচ দিয়ে, রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে চেলসি থেকে রিয়ালে যাওয়া গোলরক্ষক থিবো কোর্তোয়ার।

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: