‘বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হবে’

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০১৮, ০৭:০০ এএম

‘বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে হবে না। বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মের কাছে পৌছে দিতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে। বঙ্গবন্ধু যেমন দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ভেবেছেন তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশকে নিয়ে ভাবেন। তাই আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করা আমাদের দায়িত্ব।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বুধবার (১৫ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হল রুমে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী।

&dquote;&dquote;আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সজিবের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য ও হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, আলোচনা সভার আহবায়ক ড. জি. এম. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী রানা, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: