শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে কোরবানি

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০১৮, ১২:৩০ এএম

কিছু দিন পরই পবিত্র ঈদুল আজহা। বিএফডিসিতে গেল দুই বছর যাবত নায়িকা পরীমনি চলচ্চিত্রের দুঃস্থ শিল্পীদের জন্য কোরবানি দিয়ে আসছেন। এর আগে, দীর্ঘ সময় চলচ্চিত্রের দুঃস্থ শিল্পীদের জন্য কেউ এগিয়ে আসেননি। তবে এবার পরীর পাশাপাশি শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে কোরবানি দেয়া হবে।

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা এ বছর শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে তিনটি গরু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই গরুর মাংস আমাদের চলচ্চিত্র শিল্পীদের মাঝে বিতরণ করা হবে, সাথে থাকবে সেমাই। তবে শুধু অসচ্ছল শিল্পী নয়, কোরবানির মাংস পাবে সচ্ছল ও অসচ্ছল সব চলচ্চিত্র শিল্পীই।’

জায়েদ আরো বলেন, ‘আমরা ঈদের দিন নামাজের পর গরু কোরবানি করব। তারপর মাংস মেপে প্যাকেট করব। তিনটি পিকআপ ট্রাক রাখা থাকবে, সেই হিসেবে মাংস সব শিল্পীর বাসায় চলে যাবে। আমাদের কাছে সব শিল্পীর বাসার ঠিকানা আছে। বিভিন্ন কারণে সবার বাসায় আমাদের এমনিতেও যেতে হয়।’

বিডি২৪লাইভ/এএ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: