বিমানে স্ত্রীর পাশে বসে অন্য নারীকে...!

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০১৮, ০৯:৩৪ পিএম

ঘুমন্ত স্ত্রীর পাশে বসেই বিমানে অন্য নারী যাত্রীর সঙ্গে যৌন নিগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হল এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। দোষী সাব্যস্ত হলেও এখনই সাজা শোনায়নি আদালত। তবে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

পাঁচদিনের শুনানি শেষে শনিবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের একটি আদালত প্রভু রামমূর্তি নামে ৩৫ বছরের সেই প্রবাসী যুবককে দোষী সাব্যস্ত করেছে।

সেই যুবতীর অভিযোগ, তিনি বিমানের জানলার দিকে বসেছিলেন। তার পাশে বসেছিল প্রভু এবং করিডোরের দিকে বসেছিলেন প্রভুর স্ত্রী। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ শরীরে কারও স্পর্শ পেয়ে উঠে নিজেকে বিধ্বস্ত বেশে দেখতে পান। তিনি সেসময়ই বিমানকর্মীদের চিৎকার করে ঘটনাটি জানান।

&dquote;&dquote;

প্রভু রামমূর্তি। ছবি: সংগৃহীত

এরপরই প্রভুকে গ্রেফতার করে পুলিশ। প্রভু প্রথমে পুলিশকে বলেছিল সে নির্দোষ। ঘুমিয়ে পড়েছিল। কিছু জানে না। পরে জেরায় স্বীকার করে, সে যুবতীর শরীর স্পর্শ করেও থাকতে পারে।

আদালত রায়ে বলেছে, কারও প্রতি দুর্ব্যবহার এবং তার অসহায় অবস্থার সুযোগ নেওয়া কাউকে বরদাস্ত করবে না আদালত।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: