হ্যাজার্ডকে নিয়ে যা বললেন কোচ

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৮, ০৩:০৪ পিএম

শনিবার (১৮ আগস্ট) আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে, আলভারো মোরাটার দেয়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এতে চলতি বছরে তার নিষ্প্রভ পারফর্ম্যান্সের পর, ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। মোরাটার স্কোরের জন্যই যে আর্সেনালকে ৩-২ গোলে হারানো গেছে, সেটা মানতে আপত্তি নেই চেলসি কোচ মরিজিও স্যারির। তবে সবকিছুর উপর সামগ্রিক পর্যালোচনা করে স্যারি বলছেন, ‘এখনও এডেন হ্যাজার্ডই চেলসির মূল ভরসা।’

এ সিজনে নতুন কোচ এবং নতুন পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ব্লুজরা। তবে হ্যাজার্ড এখনও দলের প্রাণশক্তি তথা নিউক্লিয়াস। বেলজিয়ান উইঙ্গারকে ঘিরেই আক্রমণ ও খেলা সাজানোর পরিকল্পনা করছেন স্যারি। চেলসি কোচ অবশ্য আলভারো মোরাটার উপরেও আস্থা রাখছেন। তিনি জানিয়েছেন ‘মোরাটাকে নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। সে একজন গ্রেট প্লেয়ার। তবে অন্য স্ট্রাইকারদের মত তাকে নিয়মিত গোল করে যেতে হবে ক্লাবের জন্য।’

এদিকে, এডেন হ্যাজার্ড নিয়মিত গোল না পেলেও তাকে নিয়ে শংকিত নন কোচ। ‘সে তার ক্যামিও পারফর্ম্যান্সে অতুলনীয়, যে কোনো সময় একটা পাস কিংবা একটা মুভ দিয়েই সে খেলার মোড় পরিবর্তন করার সামর্থ রাখে।’সূত্র: গোল ডটকম

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: