গোসল করতে গিয়ে জাবি ছাত্রের সলিলসমাধি

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৮, ০৭:৩৯ পিএম

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার (কমলারানী) সাগরদীঘিতে গোসল করতে নেমে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের স্নাতক বিজ্ঞান বিভাগের এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাগরদীঘিতে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম হাসিবুর রহমান খান সাহেদ (২২)। সে সাগরদীঘির পূর্বপাড়ের আকিকুর রহমান খানের পুত্র।

জানা যায়, সাহেদ ঈদের ছুটি কাটাতে কয়েকদিন আগে বাড়িতে আসে। ঘটনার দিন তার বাড়ির সামনে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল। খেলার পরে বাড়ির পেছনে সাগরদীঘিতে গোসল করতে যায় সাহেদসহ তার বন্ধুরা । গোসলের এক পর্যায়ে সাহেদ পানিতে ডুব দেয়। ডুব দেয়ার পর পানি থেকে উঠতে দেরি হচ্ছে দেখে তার বন্ধুরা তাকে ডাকাডাকি করে। প্রায় ১৫ মিনিট পর সাহেদের লাশ পানিতে ভেসে উঠে। তাদের চিৎকার শোনে আশেপাশের মানুষ দৌড়ে এসে তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মেধাবি ছাত্র হাসিবুর রহমান খান সাহেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: