ভেজাল গুড় বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০১৮, ০৯:১০ পিএম

নাটোরের লালপুরে ভেজাল গুড় বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ এর একটি দল। জানা যায়, লালপুর উপজেলার মহরকয়া গ্রামে ব্যবসায়ী ভেজাল গুড় প্রস্তুত সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে বজলুর রহমান (৩৫) ও সামশের দফাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের পর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মো আজমল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সাদিয়া আফরিনের নেতৃত্বে লালপুর উপজেলার মহরকয়া গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মেট্রিক টন ভেজাল গুড়, ৩৫০ কেজি ভেজাল চিনি, ১০০ টি টিনের পাত্র, ২০০ টি প্লাস্টিক ক্যারেট এবং ২০০ টি মাটির পাত্র জব্দ করে।

&dquote;&dquote;পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশক্রমে ও ভেজাল গুড়, চিনি এবং অনান্য মালামাল ধংস করা হয়।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: