ঈদে বাড়ি ফেরা হল না প্রিন্স-শিমুলের!

প্রকাশিত: ২১ আগষ্ট ২০১৮, ১০:৪৩ এএম

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্যাংকার ও প্রকৌশলী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১ জন।

মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ৬ টার দিকে ঢাক-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, রূপালী ব্যাংক ঢাকা সাউথ ডিভিশন মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস.এম আরাফাত হাসান প্রিন্স (৩৬)। প্রিন্স বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের সরদার আজিজুর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তি হলেন প্রিন্সের ফুফাতো ভাই আরকিটেক্ট ইঞ্জিনিয়ার খুলনা শহরের সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার শিমুল (৪০)।

আহত আরাফাতের স্ত্রী মেসকাতই জাহান ফেরদৌসী কেকাকে (৩০) ফায়ার সার্ভিস উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানান, পরিবার পরিজনের সাথে ঈদ করতে প্রিন্স নিজের প্রাইভেট কারে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের প্রইভেট কারটি গোপীনাথপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী সেবা গ্রীন লাইনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস প্রইভেট করটিকে ১ শ’ গজ দূরে ঠেলে নিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে ফেলে দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রিন্স ও শিমুলের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ টি লাশ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: