সরকারের কাজে ড. কামালের স্বস্তি 

প্রকাশিত: ২১ আগষ্ট ২০১৮, ০৯:২৩ পিএম

কোটা সংস্কার আন্দোলনের সময় আটক শিক্ষার্থীদের ঈদের আগে জামিনে মুক্তি দেওয়ায় স্বস্তি বোধ করছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। 

মঙ্গলবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের এই স্বস্তির কথা জানান তিনি।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘ঈদের আগে শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়ার যে ঐকান্তিক অনুরোধ আমি সরকারের কাছে রেখেছিলাম, গত দু দিনে তার একটা উল্লেখযোগ্য প্রতিফলন দেখতে পেয়ে আমি স্বস্তি পেয়েছি। 

তিনি আরোও বলেন, এটা সন্তোষজনক যে, বাংলাদেশের জনপ্রশাসনের দায়িত্বশীলেরা বিবেক-বুদ্ধি দ্বারা নিজেদের পরিচালিত করার একটি ভালো নজির স্থাপন করেছেন।’ তিনি বলেন, ‘আমি আশা করব, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আরও যেসব পদক্ষেপ নেওয়া সমীচীন, তা অনতিবিলম্বে গ্রহণ করা হবে।’

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: