কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে হটলাইন

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৮, ১০:৩২ এএম

কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির হটলাইন নম্বর হল ০৯৬১১০০০৯৯৯।

এ ছাড়া পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত নিজস্ব পরিচ্ছন্ন কর্মীসহ অতিরিক্ত কর্মী নিয়জিত করা হয়েছে। দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুই সিটিতে বিতরণ করা হয়েছে পাঁচ লাখ পলিথিন ব্যাগ।

যদি কোনো নাগরিকের বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার না হয়, তাহলে হট লাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করার অনুরোধ জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন দুই মেয়র। এবার কোরবানির ঈদে ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রায় ৫ লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশু থেকে কমপক্ষে ৩০ হাজার টন বর্জ্য বের হবে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: