‘তালা খুলতে পারিনি, সব গেছে’

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০১৮, ০৫:৪২ পিএম

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে আগুন লাগার ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। আগুনে পুড়ে গেছে আসবাবপত্রসহ মূল্যবান অনেক জিনিসপত্র।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যায় ২টি প্লাস্টিকের গোডাউনসহ আশপাশের কয়েকটি বসতবাড়ি। 

ভুক্তভোগীরা বলছেন, প্লাস্টিকের গোডাউনের কারণে বারবার এমন দুর্ঘটনার কবলে পড়েন তারা। তবে, বিষয়টি মানতে নারাজ প্লাস্টিক ব্যবসায়ীরা। শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম।

এক ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘সাত-আট লাখ টাকার মাল ছিল। তালা খুলতে পারিনি। সব গেছে।’

আরেকজন বলেন, ‘আমরা কিছু নিয়ে বের হতে পারিনি। আমার ভাই-ভাইয়ের বউ কেউ একটা কাপড় নিয়ে বের হতে পারেনি। আমরা শেষ হয়ে গেছি।’

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: