কোরবানির পরিবর্তে সদকা, ইসলাম কি বলে?

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০১৮, ০৩:৩১ পিএম

প্রতি বছরের ন্যায় ইসলামের নির্দেশ হিসেবে মুসলমান সামর্থবান ব্যক্তিরা পশু কোরবানি দিয়ে থাকেন। যার যার সামর্থ অনুযায়ী গরু, মহিষ, দুম্বা, উট বা ছাগল কোরবানি দিয়ে থাকেন। অনেকের প্রশ্ন জাগে কোরবানির পশু জবাই করা উত্তম, নাকি সেই টাকা গরিবদের মধ্যে সদকা করে দেওয়া উত্তম, এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে একটু মতপার্থক্য থাকলেও সার্বিক ভাবে কোনটা উত্তম তা কোরআন হাদিসের আলোকে জেনে নেওয়া যাক।

আল্লাহর নবী হযরত মোহাম্মদ (সা.) কোরবানি হিসেবে পশু জবাই করেছেন। যদি এমনটি হতো নবী (সা.) জবাই না করতেন বা সদকা করে দিতেন, তাহলে প্রমাণ পাওয়া যেত যে সদকা করাটা উত্তম।

নবী (সা.) কোরবানির পশু জবাই করেছেন। কোরবানির পশু তাঁর সাহাবিদের মধ্যে বণ্টন করে দিয়েছেন এবং সাহাবিদের রাসুল (সা.) বলেছেন যে, তোমরা জবাই করো। নবী (সা.) বলেননি তোমাদের মধ্যে সদকা করে দিয়েছি, তোমরা নিয়ে যাও। বরং জবাই করতে নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে হাসান বসরি (র.) বর্ণনা করে বলেন, ‘আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য কোরবানি হিসেবে একটি ছাগল জবাই করা আমার কাছে ১০০ দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করার চাইতে উত্তম।’

তিনি আরো বলেন,‘আল্লাহর রাস্তায় এই রক্ত প্রবাহিত করার বিষয়টিকে আল্লাহ সুবহানাহু তায়ালা ইসলামের একটি মৌলিক নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।’

কোরআনে কারিমের সুরা হজের মধ্যে আল্লাহ তায়ালা বলেন, ‘এই কোরবানি মুসলিম উম্মার জন্য একটি নিদর্শন হিসেবে আমি করে দিয়েছি, এই নিদর্শন তোমরা বাস্তবায়ন করবে।’

অধিকাংশ ওলামায়ে কেরামের ঐক্যমতে, কোরবানির পশু জবাই করাটাই উত্তম।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: