পকেটে ফাটল মোবাইল, ঝলসে গেল হাত-পা

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০১৮, ০৭:১০ পিএম

মোবাইল ছাড়া যেন কোন কাজই চলে না। কখনো সেলফি, কখনো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরিসহ কত কি! তবে বর্তমানে নানান বিপদেরও কারণ এই মোবাইল। এবার তেমনই এক দুর্ঘটনার শিকার হলো পূর্ব বর্ধমানের এক যুবক। যিনি পকেটে থাকা ফোন ফেটে গিয়ে গুরুতর জখম হয়েছেন।

জানা গেছে, ফোনটি বেশ নামী, দামি কোম্পানির-ই ছিল। কালনার ডাঙা পাড়ার বাসিন্দা জাবের মণ্ডল বছর খানেক আগে অনলাইনে ফোনটি কেনেন।

এদিন বাজার যাওয়ার সময় মোবাইলটি পকেটে নেন তিনি। কালনা রেল লাইনের সামনে বাজার। বাজারের কাছাকাছি পৌঁছনোর পরই হঠাৎ বিকট একটা শব্দ। সঙ্গে পায়ে প্রচণ্ড জ্বালা অনুভূত হয় জাবেরের।

&dquote;&dquote;কোনো মতে মোবাইলটি পকেট থেকে বের করার পর তিনি দেখেন সেটি ফেটে গেছে। এ সময় ঝলসে যায় জাবের ডান পায়ের উপরের অংশ। পুড়ে যাওয়া ফোনটি হাত দিয়ে বের করতে গিয়ে ঝলসে যায় জাবেরের ডান হাতের আঙুলও।

এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন জাবের। কালনা মহকুমা হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয়। পেশায় জাবের একজন তাঁতি।

এদিকে ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। আতঙ্কে অনেকে ফোন ব্যবহারই বন্ধ করে দিয়েছেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: