‘চামড়া সংকট’ মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০১৮, ০৪:০০ পিএম

এবার কোরবানিতে অধিকাংশই জবাই হয়েছে দেশি গরু। ফলে ভালো ও উন্নত মানের চামড়া পাওয়া গেছে বলে জানিয়েছিলেন ট্যানারি মালিকরা। তবে তারা সরকার নির্ধারিত দামে পশুর চামড়া কেনার কথা বললেও পাড়া-মহল্লার মৌসুমী ব্যবসায়ীরা বলেছিলেন, তারা ভালো দাম পাচ্ছেন না। সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করে কমদামে চামড়া ক্রয় করা হচ্ছে।

তবে চামড়ার দাম নিয়ে ট্যানারি মালিকরা কোনো সিন্ডিকেট করেননি বলে দাবি করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘পাড়া-মহল্লায় রাজনৈতিককর্মী এবং ক্লাবগুলোই এই সিন্ডিকেট করেছে। এখানে দেখা যায়, রাজনৈতিক কর্মীবাহিনী, সামাজিক ক্লাবভিত্তিক বিভিন্ন সংগঠন এলাকাভিত্তিক চামড়ার দাম তারা নিয়ন্ত্রণ করে। তারা যদি ২০০-৩০০ টাকা করে চামড়া ক্রয় করে, ট্যানারি মালিকদের এখানে কী করার আছে?’

এদিকে কোরবানি ঈদের চারদিন পর রবিবার (২৬ আগস্ট) সচিবালয়ে চামড়া ইস্যু নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সরকারের এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে কথা হয়েছে। এত সংকটের পরেও তারা চামড়া কিনবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোও সমাধান করা হবে।’

&dquote;&dquote;‘অপরদিকে যেহেতু ব্যাংক খুলেছে, কাজেই ব্যাংকের লেনদেনও ঠিকভাবে হবে। কাজেই চামড়া নিয়ে এই সংকট থাকবে না।’

তিনি বলেন, ‘চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে একটি অন্যতম খাত। গত বছর চামড়াকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছিল। এ রকম একটি সম্ভাবনাময় খাত যাতে কোনোভাবেই ধ্বংস হয়ে না যায় সে জন্য সরকার সতর্ক।’

চামড়া নিয়ে যে সংকট হয়েছে তার মূল কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাভারে চামড়া কারখানাগুলো ঠিকভাবে চালু না হওয়ার ফলে এই সংকটের দেখা দিয়েছে। সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও চালু হয়নি। প্লটের মালিকরা জমির মালিকানার দলিলও পায়নি। ব্যাংক থেকে ঋণ পায়নি। মূলত এসব কারণেই কিছু জটিলতা সৃষ্টি হয়েছে।’

এ সময় কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মন্ত্রী তোফায়েল আহমেদ। বলেন, ‘কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। তাই কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: