‘ছাত্রদের আন্দোলন নষ্ট করেছে বিএনপি’

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০১৮, ০৬:০৪ পিএম

‘নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হল, তা যৌক্তিক আন্দোলন। এ আন্দোলনকে কিন্তু প্রধানমন্ত্রী সমর্থন করেছেন। সমর্থন করার তিনদিন পর ছাত্ররা যখন রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনলো, গাড়ি বৈধ কাগজ ছাড়া রাস্তায় বের হল না, তখন প্রধানমন্ত্রী বললেন, তোমরা দেখিয়েছ পথ, যথেষ্ট হয়েছে, এবার ক্লাসে ফিরে যাও, আমরা এবার দেখতেছি কিন্তু চটকরে বিএনপি এ আন্দোলনকে সমর্থন দিয়ে দিল। বিএনপি যখন এ আন্দোলনে সমর্থন দিয়ে বসলো, তখন সরকার দল এখানে বিএনপির গন্ধ খুজে পেল, এ ছাত্র আন্দোলনটা নষ্ট হল। না হলে এটা হত না।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে এসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উনারা (বিএনপি) কিন্তু নিজেদের কোনো আন্দোলন করতে পারে না। নিজেদের ম্যাডাম খালেদা জিয়া জেলে, তারেক সাহেব দেশের বাইরে-এ নেতাদের মুক্তি কিভাবে হবে সেটা নিয়ে উনারা বড় গলায় কথা না বলে ছাত্ররা যখন বের হয় তখনই তারা কথা বলে, সমর্থন দেয়। ছাত্ররাতো বিএনপির ব্যানারে নামে নাই। সরকারেরও পদত্যাগ চায়নি। আমি মনে করি, এ আন্দোলনকে বিএনপি নষ্ট করলো। কে বলল বিএনপিকে সমর্থন দিতে? কোনো ছাত্র কি বলেছে, আমরা সমর্থন চাই?’

বিএনপি আজ পর্যন্ত একটি আন্দোলনও করতে পারেনি দাবি করে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে সমস্থ উকিল সাহেবরা একটি মিছিল করে কারাগারে রেখে আসলেন। তারা কথার ফাঁকে কথা বলে যাচ্ছে, কি করবে না করবে। সবার কথা যদি এক করেন, তাহলে কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা নীল-কোনো অর্থ আমি খুজে পাই না।’

‘এক সুরেতো কেউ কথা বলছে না। কেউ বলে, বিএনপি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, নির্বাচনে যাবোই, আরেকজনে বলে, ম্যাডামকে ছাড়া কোনো নির্বাচনে আমরা যাব না। যারা ভোট দেবে বিএনপিকে বা বিএনপির সমর্থক, তারা কিন্তু বুঝতে পারছে না তারা কি করবে’, বলেন জাতীয় পার্টির এ সিনিয়র নেতা।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন আসার আগে এ দেশের রাজনীতি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। নির্বাচন একদমই ঘরের দুয়ারে এসে গেছে। এখন আলাপ আলোচনা হবে, পর্দার আড়ালে অনেক কিছু হবে।’

বিডি২৪লাইভ/এসএইচ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: