চার দিনেও খোঁজ মেলেনি ইফাতের 

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০১৮, ০৭:২৫ পিএম

ভোলার চরনোয়াবাদস্থ আনাস বিন মালেক (রা:) ইসলামিক কমপ্লেক্স এর হেফজ বিভাগের ছাত্র মো. ইফাত হাসান রায়হান। সে শুক্রবার (২৪ আগস্ট) বিকালে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি।

তার আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজা খুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। ছেলেটির বয়স ১২ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বাদামী রঙের পাজামা-পাঞ্জাবি। তার গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল কিছুটা লম্বাটে। উচ্চতা আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্চি।

এ বিষয়ে ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি রায়হানকে পেয়ে থাকলে তার বাবার সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ইফাতের বাবা মো. মাইনুদ্দীন। ঠিকানা: মাইনুদ্দিন ভিলা, কদম আলী সড়ক, ৫ নম্বর ওয়ার্ড চরনোয়াবাদ, ভোলা পৌরসভা, ভোলা।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: