আফ্রিদিকে কে দিয়েছিলেন ‘বুম বুম’ উপাধি

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ০১:৩২ পিএম

পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। যিনি ভক্তদের মাঝে ‘বুম বুম’ নামেই পরিচিত। দীর্ঘদিন পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক বর্তমানে অবসরে। মূলত তার ঝড়ো ব্যাটিংয়ের জন্যই ক্রিকেট বিশ্বে আফ্রিদিকে ‘বুম বুম’ নামে ডাকা হত। তার এ নাম কে দিয়েছেন তাকে, সেটাই এবার ভক্তদের জানালেন সাবেক এই অধিনায়ক।

টুইটারে আফ্রিদি জানান, ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী ‘বুম বুম’ নামে প্রথম তাকে ডেকেছিলেন। মূলত এক সময়কার ওয়ানডে রেকর্ড ৩৭ বলে সেঞ্চুরি করার পরই এমন উপাধি দেয়া হয় তাকে।

টুইটারে ভক্তদের প্রশ্ন-উত্তর পর্বের সময় আফ্রিদি আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে তার ফেভারিট বোলার ছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ওয়াসিম আকরাম।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: