ইনস্টাগ্রাম পোস্টের মূল্য ২৯ কোটি টাকা!

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০১৮, ০৮:৫৯ এএম

ইনস্টাগ্রামে যেকোনো পোস্ট করলেই ১৪ কোটি ১০ জন অনুসারীর অনেকেই ঝাঁপিয়ে পড়েন লাইক, কমেন্ট দিতে। কারণ টা হচ্ছে সবচেয়ে ইনস্টাগ্রামে বেশি অনুসারী তাঁর। 

জার্মান ব্র্যান্ড পুমা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলেনা গোমেজের এই জনপ্রিয়তাই কাজে লাগাতে চেয়েছে। আর এই কারণেই মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে গায়িকার সঙ্গে চুক্তি করেছে। ফলও হাতেনাতে। কিছুদিন আগে পুমার পোশাক, স্নিকার্সে একটি ছবি পোস্ট করেন ‘ব্যাড লায়ার’ গায়িকা, যাতে এ পর্যন্ত ৭২ লাখেরও বেশি লাইক আর লাখখানেক কমেন্ট এসেছে! 

সেলেনার পোস্টের পর বিক্রিবাট্টা ব্যাপক বেড়েছে। সব হিসাব-নিকাশ করে প্রতিষ্ঠানটি বলছে, গায়িকার একেকটি ইনস্টাগ্রাম পোস্টের মিডিয়া ইমপ্যাক্ট মূল্য ৩৫ লাখ ডলার [প্রায় ২৯ কোটি টাকা]! গায়িকা নিজেও ভক্তদের প্রতিষ্ঠানটির পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। 

কারণ এখান থেকে পাওয়া আয়ের বড় অংশ তিনি অনুদান দেবেন লুপাস রোগ নিয়ে গবেষেণায়, যে রোগে তিনি অনেক দিন ভুগেছেন। 

এই ঘোষণার পর এপ্রিলে প্রথম সেলেনার ডিজাইনে পুমার পণ্য বাজারে আসে। আসার কয়েক দিনের মধ্যেই যে সেটা শেষ হয়ে যায় তা বলাই বাহুল্য 

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: