হঠাৎ কুকুর তাড়া করলে যা করবেন

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০১৮, ১১:৫০ পিএম

রাস্তাঘাটে কুকুরের তাড়া খাননি এমন মানুষ খুব কমই রয়েছেন। কিন্তু এমন পরিস্থিতে অনেকেই বুঝে উঠতে পারেনা কি করা উচিত। এমন অবস্থায় পড়লে মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। তাই এমন পরিস্থিতিতে হাঁটার গতি কমিয়ে দিন। কোন অবস্থাতেই দৌড়ানো যাবে না। কুকুরটি শান্ত হলে আবার ধীরে এগোতে হবে।

কোন অবস্থাতেই মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না। প্রাণীটি এতে আপনাকে বড় কোন সমস্যা ভাববে। পাশাপশি দাঁড়ালে তাদের দৃষ্টিতে আপনাকে হালকা লাগবে।

অযথা আতঙ্কিত হবেন না। মানুষের ভয়-ভীতি কুকুর কিন্তু টের পায়। কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। আড়চোখে দেখুন। নইলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে।

&dquote;&dquote;

যদি হাতে কিছু থাকে তবে তা দূরে ছুড়ে দিন। এতে কুকুরটির মনোযোগ আপনার দিক থেকে সরবে। সে অন্যদিকে দৌড় দিবে। যদি কিছু না পান হাতের কাছে তবে মিথ্যামিথ্যি কিছু একটা ছোঁড়ার ভঙ্গি করতে পারেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: