চিঠিতে সালামের উত্তর কীভাবে দেবো?

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. মতিউল ইসলাম।

প্রশ্ন : চিঠিতে সালাম দিলে সেই সালামের উত্তর কি মুখে উচ্চারণ করতে হবে নাকি চিঠিতে লিখে দিতে হবে?

উত্তর : না, তখন বলতে হবে ‘ওয়ালাইহিস সালাম’। যে ব্যক্তি সালাম দিয়েছেন, উনার সালাম পাঠ করার পর যিনি পড়ছেন তিনি বলবেন ‘ওয়ালাইহিস সালাম’ অর্থাৎ তাঁর ওপরও শান্তি বর্ষিত হোক। অথবা ‘ওয়ালাইকা সালামও’ বলা যেতে পারে।

উপস্থিত নেই এই জন্য ‘ওয়ালাইহিস সালাম’ বলাই উত্তম। চিঠির বাইরেও যদি কেউ কারো মাধ্যমে সালাম পাঠায় বা ফোনে বলায় যে আপনাকে ‘অমুক’ সালাম দিয়েছে তখন বলবে ‘ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম’ আপনার ওপরে এবং তাঁর ওপরেও শান্তি বর্ষিত হোক।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: