ফেমবোসা সম্মেলন শুরু

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ এএম

ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (ফেমবোসা) এর নবম সম্মেলন রাজধানীর হোটেল রেডিসনে শুরু হয়েছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ নির্বাচন কমিশন হতে মোট ২১ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।

৫-৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ নির্বাচন কমিশন থেকে মোট ২১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ঢাকার র‌্যাডিসন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে এ সম্মেলনে উদ্ভোধন করেন। বিভিন্ন দেশের ২১ জন প্রতিনিধি ছাড়াও স্বাগতিক বাংলাদেশের নির্বাচন কমিশন এতে অংশ নিয়েছে।

অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান কমিশনারসহ ইসির কর্মকর্তারা উপস্থিত আছেন।

বাংলাদেশ থেকে  ২০১০ সালে ফেমবোসা এর যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলংকা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের নামের ক্রমানুসারে ২০১৮ সালে বাংলাদেশে নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: