‘মায়ের দোয়া’ মোবাইলে প্রধানমন্ত্রীর সেলফি

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩২ এএম

গতকাল বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের মোবাইলে সেলফি তোলেন বার্নিকাট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলার সময় সেখানে দেখা যায়, বার্নিকাটের মোবাইলের ব্যাক কভারে রিকশার ছবি আঁকা, আর লেখা ‘মায়ের দোয়া!’

&dquote;&dquote;

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী সেলফি তোলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে দাঁড়িয়ে ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বিমানের সঙ্গে যারা কর্মরত, প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। যেন কোনও বদনাম না হয়। আমাদের দেশের যেন সুনাম হয়। আমরা নতুন বিমান সংযোজন করছি। বিমান যেন ভালোভাবে চলতে পারে।’

বিমানের নতুন নামকরণের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘যখনই নতুন বিমান এসেছে, চেষ্টা করেছি, তারই একটি নতুন নাম দিতে। আরও যে বিমানগুলো আসবে, সেগুলোরও নাম রাখা হয়েছে।’

যোগাযোগ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগলিক কারণে কক্সবাজার হাব হয়ে উঠবে। যোগোযোগ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের আকাশপথ, রেলপথ, সড়কপথ—সবগুলো যোগোযোগ ব্যবস্থা যেন উন্নত হয় সেজন্য আমরা বিশেষভাবে কাজ করে যাচ্ছি।’

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: