আর নির্বাচন করবেন না অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৮ পিএম

কয়েক দিন আগেও আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচন করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ আমি তো আর নির্বাচন করছি না।’

সরকারের প্রবীণ এই অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আমার ভাই (সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী) যদি মনোনয়ন পায় তাহলে সে নির্বাচন করবে। আমি তার সমর্থক হয়ে কাজ করবো।’

‘নির্বাচনকালীন সরকার কবে গঠন হতে পারে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। গতকাল অামি অামার মতামত দিয়েছিলাম মাত্র। একজন নাগরিক হিসেবে সাজেস্ট করেছি মাত্র।’

‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ’ করছেন তাদেরকে উদ্দেশ্য করে আবদুল মুহিত বলেন, ‘তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন। ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন ‘আনফেয়ার’ হয়নি।’

‘উনারা ভোগাস অভিযোগ করছেন... লাস্ট নির্বাচন হয়েছিল ২০১৪ সালে, একটি দল পার্টিসিপেট করেনি, এটা দূর্ভাগ্য, কিন্তু ফেয়ারনেস নিয়ে প্রশ্ন উঠিয়েছেন কেউ?’

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা ২০১৭ সালের মুনাফা থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা হস্তান্তর করেন।

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: