উত্তাল ঢেউয়ের কবলে গ্রীন লাইন! এরপর... 

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৩ পিএম

ঢাকা-বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী জলযান এম ভি গ্রীন লাইন-৩ (ওয়াটার ওয়েজ) মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে দুর্ঘটনায় পড়েছে । ঢেউয়ের তোড়ে গ্রীন লাইনের সামনের অংশের গ্লাস ভেঙে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সংলগ্ন মেঘানা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বরিশাল থেকে গ্রীন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে ঢাকাগামী পাঁচ শতাধিক যাত্রী বিপাকে পড়েন।

দুপুর ১২টার দিকে মেঘনা অতিক্রমকালে লঞ্চটি মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। একের পর এক ঢেউয়ের তোড়ে লঞ্চের নিচতলার সামনের অংশের গ্লাস ভেঙে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। ভাঙা গ্লাসের আঘাতে লঞ্চের সামনে বসা পাঁচ যাত্রী আহত হন।

তাদের গ্রীন লাইন ওয়াটার ওয়েজের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দেন। বেলা ২টার দিকে লঞ্চটি বরিশালে পৌঁছালে হাসপাতালে চিকিৎসা নেন আহতরা।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: