দশম সংসদের শেষ অধিবেশন বসছে রোববার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৩ পিএম

চলমান দশম সংসদের শেষ অধিবেশন বসতে যাচ্ছে আগামীকাল রোববার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় জানায়, রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হবে।

এর আগে অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদসহ কমিটির সদস্যরা অংশ নেবেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই দশম সংসদ যাত্রা শুরু করে। ওই বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রথম বৈঠক। সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছরের মেয়াদ পূর্তির আগের নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে কোন কারণে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পরের নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসাবে আগামী বছরের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্নিষ্টরা জানিয়েছেন, এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল সংসদের বিবেচনার অপেক্ষায় রয়েছে।

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: