দুর্ঘটনা রোধে সাভারে লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৯ পিএম

দুর্ঘটনা এড়াতে যানবাহনের বেপোয়ারা চলাচলের নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারনও কেউ সড়ক চলাচলে সচেতন হতে হবে। এমন বিষয়বস্তু তুলে ধরে সাভারে নিরাপদ সড়কের দাবি বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প কাযক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের আলম নগরে ‘লিও ক্লাব অফ ঢাকা-সাভার’ নামে সামাজিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

&dquote;&dquote;এ সময় আয়োজকরা, চলমান সড়ক দুর্ঘটনায় চরম উদ্বেগ জানিয়ে, যানবাহনের নিয়ম কানুন পালনের পাশাপাশি জনসাধারণ সচেতন হওয়ার বিষয়ে জোর দেন। ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: