বিমান বিধ্বস্ত, নিহত ১৯

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৬ পিএম

দক্ষিণ সুদানে রবিবার একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় এতে শিশুসহ ২২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু্ইজন। এখন নিখোঁজ রয়েছেন ্এক আরোহী। 

বেঁচে যাওয়া ইতালির নাগরিক দামিয়ানো ক্যান্টোন একজন ডাক্তার। ইতালীর একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে দক্ষিণ সুদানে পরিচালিত শিশুদের হাসপাতালে চিকিৎসা দিতে যাচ্ছিলেন তিনি।

নিহতদের মধ্যে সিমন আদাত নামে স্থানীয় একজন বিশপও রয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকালে একটি নদীর ওপর বিমানটি বিধ্বস্ত হয়। নদী থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

তথ্যমন্ত্রী তাবান আবেল টেলিফোনে রয়টার্স’কে এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভে/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: