স্বস্তিকার বয়স কত?

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি বয়স নিয়ে অনেকটা ক্ষোভের সুরেই টুইটারে পোস্ট করেন তিনি। স্বস্তিকা লিখেন, ‘আমায় জিজ্ঞেস করা বন্ধ করুন কেন আমাকে ২০ বছর বয়সী লাগে না।’
সেই পোস্টে একজন তার বয়স নিয়ে মন্তব্য করে লিখেছেন, ‘৪০ বছর বয়সেও আপনাকে সুন্দর দেখতে লাগে। কথায় বলে নারীদের বয়স কখনও জিজ্ঞেস করতে নেই। আমি নিজেও একজন অভিনেত্রী। কোনও চরিত্রে অভিনয় করার আগে আমাদের সেই চরিত্রে মতো দেখতে হয়ে উঠতে হয়। সে ২৪ ঘন্টা সুন্দর, গ্ল্যামারাস আর কর্মবয়সী দেখানোটা জরুরি নয়। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, সর্বদা সুন্দর দেখতে হবে তার কোনও মানে নেই।’
স্বস্তিকাকে এই প্রশ্ন করতেই তিনি সরাসরি সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন কে তাকে বলেছে যে স্বস্তিকার বয়স ৪০। এই প্রশ্নের উত্তরে, আরেকজন লিখেছে গুগলে নাকি স্বস্তিকার বয়স ৪০ দেখায়। পরে স্বস্তিকা জানান, তার বয়স আসলে ৪৪। অর্থাৎ গুগল ভুল বলেছে।
বিডি২৪লাইভ/আরআই
পাঠকের মতামত: