এবার থেকে দেশেই তৈরি হবে বিশ্বমানের মোটরসাইকেল

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৪ পিএম

দেশীয় মোটরসাইকেল উৎপাদনে প্রসার ঘটানো ও মোটরসাইকেল খাতে ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশীয় প্রযুক্তিতে দেশেই তৈরি হবে বিশ্বমানের মোটরসাইকেল।

সোমবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের দেশে দেশজ ইন্ডাষ্ট্রির মাধ্যমে দেশে নতুন মোটরসাইকেল নির্মাণের জন্য এ নীতিমালা অনুমোদন পেল। নীতিমালায় মোটরসাইকেল উৎপাদনের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে কমপক্ষে পাঁচ লাখ এবং ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদন করা হবে। এ মোটরসাইকেল উৎপাদন করা হবে দেশীয় প্রযুক্তির মাধ্যমে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে মানসম্মত মোটরসাইকেল সরবরাহ করা হচ্ছে এ নীতিমালার মূল উদ্দেশ্য। মোটরসাইকেল শিল্প থেকে জিডিপির বর্তমান অবদান ০.৫ শতাংশ রয়েছে। এটা উন্নীত করে ২০২৫ সালের মধ্যে ২.৫ শতাংশ করার টার্গেট গ্রহণ করা হয়েছে।’

মোটরসাইকেল খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমানে কর্মসংস্থানের সংখ্যা পাঁচ লাখ থেকে বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান শফিউল আলম। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ নীতিমালার মাধ্যমে বাংলাদেশে বিদ্যমান মোটরসাইকেল যন্ত্রাংশ এনে মোটরসাইকেল তৈরির পরিবর্তে বিশ্বমানের কারখানা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করা হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটিয়ে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টির করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: