দুবাই যাচ্ছেন রুবেল, তামিম কেন অপেক্ষমান?

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৪ পিএম

ভিসা জটিলতায় এশিয়া কাপে দলের সাথে এখনও যোগ দিতে পারেননি তামিম ইকবাল ও রুবেল হোসেন। তবে বাংলাদেশের জন্য সুখবর এতোটুকুই যে, রুবেল হোসেন আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাতে রওনা দিচ্ছেন দুবাই এর উদ্দেশ্যে।

তবে এখনও যাওয়ার ছাড়পত্র মেলেনি টাইগার ওপেনার তামিম ইকবালের। এর আগে গতকাল (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুবাই রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

দলের সঙ্গে যেতে পারেননি দুই নির্ভরযোগ্য ক্রিকেটার তামিম ইকবাল ও রুবেল হোসেন। রুবেলের ভিসা এরই মধ্যে চলে আসায়, এখন না যেতে পারার তালিকায় আছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ ও ওপেনার তামিম ইকবাল। কারণ তাদের হাতে এসে এখনো পৌঁছায়নি ই-ভিসা।

বিসিবি সূত্র অবশ্য জানিয়েছে, তাদের ভিসাও আগামীকাল অথবা পরশুর মধ্যে চলে আসবে। এরপরই দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন তারাও।

এছাড়াও দলের সঙ্গে যাননি অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দলের আগেই দুবাই পৌঁছে যাওয়ার কথা তার। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে দেশে ফেরা মাহমুদউল্লাহ দলের সঙ্গেই গেছেন।

দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে শুনিয়ে গেছেন আত্মবিশ্বাসের কথাও।

বিডি২৪লাইভ/এএআই/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: